শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেন থেকে ফ্লাইট আসা নিষিদ্ধ করল ৪০টিরও বেশি দেশ, হু বলছে নিয়ন্ত্রণের বাইরে যায়নি

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে আন্তর্জাতিক বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ডেনমার্ক থেকে বিদেশি সফরে নিষেধাজ্ঞা দিয়েছে সুইডেন। বিদেশি সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। মূল করোনা ভাইরাসের মতো ভয়াবহ না হলেও রূপান্তরিত করোনা ভাইরাস অধিক সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, নতুন করোনা ভাইরাসের বিবর্তন একটি মহামারিতে স্বাভাবিক ঘটনা। তবে এটা নিয়ন্ত্রণের বাইরে নয়। সিএনএন

[৩] মাইকের এধরনের বক্তব্য ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ম্যাট হ্যানকক রোববার এই সংক্রমণকে নিয়ন্ত্রণের চলে যাওয়ার কথা বলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণকারীরা কিছু দেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এর কারণ, সেখানেও নতুন এক রকম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে তা ব্রিটেনের রূপান্তরিত করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই।

[৪] ইইউয়ের বেশির ভাগ দেশ ব্রিটেন থেকে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অবশ্য নিষেধাজ্ঞার মেয়াদ বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে ফ্রান্সের নিষেধাজ্ঞায়। ব্রিটেনের দক্ষিণাংশে গুরুত্বপূর্ণ বন্দর ডোভারে লরিগুলোর দীর্ঘ লাইন চোখে পড়েছে। ফলে খাদ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

[৫] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বাণিজ্য সচল রাখতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর সঙ্গে কথা বলেছেন। ব্রিটেন থেকে কোনো ব্যক্তি ইইউয়ের কোনো দেশে গেলে তার করোনা নেগেটিভ রিপোর্ট রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।

[৬] ব্রিটেন থেকে আসা ফ্লাইট ও ভ্রমণ বাতিল করেছে যেসব দেশ সেগুলো হচ্ছে, আর্জেন্টিনা, বুলগেরিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, কলোম্বিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এল সালভেদর, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইরান, ইসরায়েল, ইতালি, জর্ডান, কুয়েত, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মরক্কো, নেদারল্যান্ডস, ওমান, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব আয়ারল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, তুরস্ক, ইকুয়েডর, গ্রিস, পর্তুগাল, সৌদি আরব ও স্পেন।

[৬] সোমবার ফাইজার-বায়োএনটেক আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ইইউ-এর মেডিসিন বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়