নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাজাহানপুরের গুলবাগ এলাকার একটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮ টার যে কোনো সময় চোর দরজা ভেঙ্গে ওই ফ্ল্যাট থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করেছে।
ভূক্তভোগী গৃহকর্তা রুবাইয়াত হাসান দুর্জয় জানান, গুলবাগের ৩০১/এ নম্বর বাড়ির ছয় তলার ফ্ল্যাটে গত অক্টোবর মাস থেকে তারা স্বামী-স্ত্রী ভাড়ায় বসবাস করেন। তিনি একটি অনলাইন ব্যবসা পরিচালনা করেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীসহ মালিবাগ আবুল হোটেলের কাছে অফিসে চলে যান। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে বাসায় ফিরে দেখেন যে ফ্ল্যাটের দরজার তালা নেই। দরজার হ্যাসবলের নাট-বল্টু খুলে ফেলা হয়েছে। বাসার ভিতরে প্রবেশ করে দেখতে পান যে আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। বাসার কম্পিউটার টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৫ লাখ ৮০ হাজার টাকা ও আলমারি থেকে ৮ ভরির স্বর্ণালঙ্কার এবং মূল্যবান পোষাক চুরি করেছে।
ভূক্তভোগী গৃহকর্তা আরো জানান, ওই বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করলে চোর কারা-তা শনাক্ত করা যাবে। চুরির বিষয়টি শাজাহানপুর থানায় জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।