শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলবাগে ফ্ল্যাটের তালা ভেঙ্গে ১৫ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাজাহানপুরের গুলবাগ এলাকার একটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮ টার যে কোনো সময় চোর দরজা ভেঙ্গে ওই ফ্ল্যাট থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করেছে।

ভূক্তভোগী গৃহকর্তা রুবাইয়াত হাসান দুর্জয় জানান, গুলবাগের ৩০১/এ নম্বর বাড়ির ছয় তলার ফ্ল্যাটে গত অক্টোবর মাস থেকে তারা স্বামী-স্ত্রী ভাড়ায় বসবাস করেন। তিনি একটি অনলাইন ব্যবসা পরিচালনা করেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীসহ মালিবাগ আবুল হোটেলের কাছে অফিসে চলে যান। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে বাসায় ফিরে দেখেন যে ফ্ল্যাটের দরজার তালা নেই। দরজার হ্যাসবলের নাট-বল্টু খুলে ফেলা হয়েছে। বাসার ভিতরে প্রবেশ করে দেখতে পান যে আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। বাসার কম্পিউটার টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৫ লাখ ৮০ হাজার টাকা ও আলমারি থেকে ৮ ভরির স্বর্ণালঙ্কার এবং মূল্যবান পোষাক চুরি করেছে।

ভূক্তভোগী গৃহকর্তা আরো জানান, ওই বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করলে চোর কারা-তা শনাক্ত করা যাবে। চুরির বিষয়টি শাজাহানপুর থানায় জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়