শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কন্যা সন্তানের বাবা হলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : [২] বাবা হয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি প্রকাশ করেছেন উইলিয়ামসন নিজেই। উইলিয়ামসন ও তার স্ত্রীর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।

[৩] উইলিয়ামসনের স্ত্রী সারা রাহিম সন্তানসম্ভবা হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেননি কিউই অধিনায়ক। যদিও প্রথম টেস্টে চওড়া ছিল তার ব্যাট। উইলিয়ামসন ও সারার কোলজুড়ে আসা কন্যা তাদের প্রথম সন্তান।

[৪] সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে উইলিয়ামসন নবজাতকের সাথে ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি ভাসছেন অভিনন্দন, শুভেচ্ছা আর শুভকামনার বন্যায়। সন্তানকে বুকে জড়িয়ে রাখা উইলিয়ামসনের সেই ছবি অল্প সময়েই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।

[৫] ইন্সটাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে উইলিয়ামসন লেখেন, আমাদের পরিবারে একটি সুন্দর শিশুকন্যাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। কয়দিন পর বাবা হবেন উইলিয়ামসনের বন্ধু, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। উইলিয়ামসনের প্রতি শুভকামনা জানিয়ে কোহলি লিখেন, তোমাদের দুইজনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন আর ভালোবাসা।

[৬] শুভেচ্ছা জানিয়েছেন উইলিয়ামসনের আইপিএল সতীর্থ আফগান তারকা রশিদ খানও। এছাড়া এই দলের আরও দুই সতীর্থ ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার ছাড়াও ডোয়াইন ব্রাভো, শিখর ধাওয়ান, ফ্যাফ ডু প্লেসিস, বীরেন্দর শেবাগ, সুরেশ রায়নার মত বিভিন্ন দেশের বিভিন্ন ক্রিকেট তারকা শুভেচ্ছা বৃষ্টিতে সিক্ত করেছেন উইলিয়ামসন, তার স্ত্রী ও নবজাতক কন্যাশিশুকে। - বিডিক্রিকটাইম/ ইন্সটাগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়