শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কন্যা সন্তানের বাবা হলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : [২] বাবা হয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি প্রকাশ করেছেন উইলিয়ামসন নিজেই। উইলিয়ামসন ও তার স্ত্রীর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।

[৩] উইলিয়ামসনের স্ত্রী সারা রাহিম সন্তানসম্ভবা হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেননি কিউই অধিনায়ক। যদিও প্রথম টেস্টে চওড়া ছিল তার ব্যাট। উইলিয়ামসন ও সারার কোলজুড়ে আসা কন্যা তাদের প্রথম সন্তান।

[৪] সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে উইলিয়ামসন নবজাতকের সাথে ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি ভাসছেন অভিনন্দন, শুভেচ্ছা আর শুভকামনার বন্যায়। সন্তানকে বুকে জড়িয়ে রাখা উইলিয়ামসনের সেই ছবি অল্প সময়েই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।

[৫] ইন্সটাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে উইলিয়ামসন লেখেন, আমাদের পরিবারে একটি সুন্দর শিশুকন্যাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। কয়দিন পর বাবা হবেন উইলিয়ামসনের বন্ধু, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। উইলিয়ামসনের প্রতি শুভকামনা জানিয়ে কোহলি লিখেন, তোমাদের দুইজনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন আর ভালোবাসা।

[৬] শুভেচ্ছা জানিয়েছেন উইলিয়ামসনের আইপিএল সতীর্থ আফগান তারকা রশিদ খানও। এছাড়া এই দলের আরও দুই সতীর্থ ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার ছাড়াও ডোয়াইন ব্রাভো, শিখর ধাওয়ান, ফ্যাফ ডু প্লেসিস, বীরেন্দর শেবাগ, সুরেশ রায়নার মত বিভিন্ন দেশের বিভিন্ন ক্রিকেট তারকা শুভেচ্ছা বৃষ্টিতে সিক্ত করেছেন উইলিয়ামসন, তার স্ত্রী ও নবজাতক কন্যাশিশুকে। - বিডিক্রিকটাইম/ ইন্সটাগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়