শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ১০

মিনহাজুল আবেদীন: [২] বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহত ছাত্রদল নেতাকর্মীদের নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটেছে।

[৩] চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন বলেন, বিজয় দিবস উপলক্ষে দুপুর পৌনে একটার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের উপর হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ নেতাকর্মীরা গুরুতর আহত হন।

[৪] চবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, আমাদের কাছে খবর ছিলো, তারা ক্যাম্পাসে অস্থিতিশীল করবে। এজন্য শিবিরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসেছিলো। আমাদের কর্মীরা তাদের প্রতিহত করেছে।

[৫] চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, স্বাধীনতাবিরোধীদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে।

[৬] চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম বলেন, ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়