শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ১০

মিনহাজুল আবেদীন: [২] বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহত ছাত্রদল নেতাকর্মীদের নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটেছে।

[৩] চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন বলেন, বিজয় দিবস উপলক্ষে দুপুর পৌনে একটার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের উপর হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ নেতাকর্মীরা গুরুতর আহত হন।

[৪] চবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, আমাদের কাছে খবর ছিলো, তারা ক্যাম্পাসে অস্থিতিশীল করবে। এজন্য শিবিরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসেছিলো। আমাদের কর্মীরা তাদের প্রতিহত করেছে।

[৫] চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, স্বাধীনতাবিরোধীদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে।

[৬] চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম বলেন, ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়