শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীর পা ভেঙে দিলো বখাটে

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে কু-প্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামে এক প্রতিবন্ধি স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে বখাটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

[৪] ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের কাদের সরদারের প্রতিবন্ধি ছেলে বাচ্চু সরদারের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে পার্শবর্তী পশ্চিম আলীপুর গ্রামের শিরাজ বেপারীর বখাটে ছেলে হালান বেপারী। এ বিষয়টি স্বামী বাচ্চু সরদারকে অবহিত করেন স্ত্রী। পরে এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিবন্ধি বাচ্চু সরদারকে একা পেয়ে সোমবার দুপুরে হালান বেপারী রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় এবং তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হালান বেপারী পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসাপাতালে ভর্তি করা হয়।

[৫] আহত বাচ্চুর বড় ভাই বোরহান সরদার বলেন, আমার ভাই বাচ্চু একজন বোবা প্রতিবন্ধি মানুষ। আমার ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হালান কু-প্রস্তাব দেয়। এ বিষয়টি জেনে আমার ভাই প্রতিবাদ করায় তাকে পিটিয়ে পা ভেঙে দিয়ে হত্যা চেষ্টা চালায় হালান। আমরা কালকিনি থানায় একটি মামলা করার প্রস্ততি নিয়েছি।

[৬] আহত বাচ্চুর স্ত্রী বলেন, আমাকে কু-প্রস্তাবের বিষয়টি আমার স্বামীকে আমি প্রথমে জানাই। সে এবিষয় প্রতিবাদ করায় তার পা ভেঙে দেয় হালাল। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

[৭] এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত হালান বেপারী ঘটনা অস্বীকার করেন।

[৮] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়