ডেস্ক রিপোর্ট: প্রতিরোধপক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে "জয়িতা অন্বেষণ বাংলাদেশ' কার্যক্রমের আওতায় পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ক্যাটাগড়িতে সাফল্য অর্জনকারী ৬জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৬নারী হলেন, সমাজ উন্নয়নে ভুমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয় কবিও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নাকে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে খালেদা আক্তার, স্বপ্নজয়ী মা হিসাবে আসমা আক্তার খাতুন, উপজেলা শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী শারমিন সুলতানা শাপলা ও সফলজননী নারী হিসাবে আল্পনা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নিলুফা আক্তার।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান আজাদ। উম্মে হাবিবা অমির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান আজাদ বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে পুরুষদের বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুরুষদের ভুমিকা সবথেকে বেশি। আমারা (পুরুষরা) পারিবারিকভাবেও নারীদের সহায়তা করতে পারি। এক্ষেত্রে আমাদের মানসিক পরিবর্তণ আনতে হবে। তিনি ৬জন জয়িতাকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের জয়িতারা সমাজের দৃষ্টান্তস্বরূপ। আমি আশা করবো তারা সমাজ উন্নয়নে আরো বেশি ভুমিকা রাখবে।