শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২৪ সালের অলিম্পিকে দেখা যাবে ব্রেকডান্স ইভেন্ট

স্পোর্টস ডেস্ক : [২] ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে যোগ হচ্ছে ব্রেকডান্স। সার্ফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং টোকিও অলিম্পিকে যোগ করা হয়েছিল। ২০২৪ সালে এই ৩ খেলার সঙ্গে থাকছে ব্রেকডান্সও।

[৩] গত সোমবার (৭ ডিসেম্বর) অলিম্পিক কমিটি জানিয়ে দিল খেলায় লিঙ্গবৈষম্য দূর করতে এবং অলিম্পিক তরুণদের কাছে আকর্ষণীয় এবং শহুর করে তুলতেই এমন সিদ্ধান্ত। ৬ ও ৭ এর দশকে আমেরিকান সংস্কৃতির অঙ্গ হিসেবে এক ধরণের নাচ বিখ্যাত হয়ে ওঠে। বিশেষত নিউ ইয়র্কে ২ গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বাদানুবাদের মীমাংসা করতে এই ধরণের নাচ দেখা যেতো। ২০১৮ সালের যুব অলিম্পিকে ব্রেকডান্সকে যোগ করা হয়েছিল। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় অলিম্পিকের মূল মঞ্চেও তুলে ধরা হবে ব্রেকডান্স।

[৪] আমেরিকার ব্রেকডান্স শিল্পী করম সিং অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, অলিম্পিকে ব্রেকডান্স মানে খেলা হিসেবে এই নাচের স্বীকৃতি বেড়ে যাওয়া। অলিম্পিক এমন কিছু দর্শক পাবে, যারা হয়তো তথাকথিত স্পোর্টসে আগ্রহী নন। অলিম্পিকে ব্রেকডান্সের ক্ষেত্রে নজর দেওয়া হবে নাচের ধরন, ঘোরার ক্ষমতা, পায়ের কাজ এবং ফ্রিজিং অর্থাৎ একটি বিশেষ ভঙ্গিতে একভাবে দাঁড়ানোর ক্ষমতার ওপর।

[৫] অলিম্পিক কর্তৃপক্ষ করোনা পরবর্তী সময়ে কম খরচে আয়োজন করা সম্ভব, এমন খেলার দিকে বেশি করে নজর দিচ্ছে। নারী এবং পুরুষ প্রতিযোগীর সংখ্যাও সমান রাখার পক্ষে তারা। প্যারিস অলিম্পিকে সব দেশ মিলিয়ে ১০ হাজার ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন যা ২০২১ সালে আয়োজিত হতে চলা অলিম্পিকের থেকে ৫০০ কম। - আজকাল/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়