শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রোকন: ‘ভাটির দেশ’ হিসেবে বাংলাদেশের অধিকার ও বঞ্চনার কথা

শেখ রোকন: দেশে করোনা আসার আগে, গত ফেব্রুয়ারিতে, আন্তঃসীমান্ত নদী নিয়ে ভারতের পন্ডিচেরিতে এক সেমিনারে গিয়ে বেশ বিপাকে পড়েছিলাম। ঠিক যেমন পড়েছিলাম ঢাকায় পড়তে এসে। আমার আগে চৌদ্দগোষ্ঠীর কেউ ঢাকায় পড়তে আসেনি। আগের প্রজন্ম বড়জোর রংপুর গেছে, তারও আগের প্রজন্ম পড়তে যেতো গৌহাটির দিকে। তো, ঢাকায় এসে প্রথমদিকে যেসব ‘সাংস্কৃতিক হোঁচট’ খেয়েছিলাম, তার একটি হচ্ছে ‘সেই সেই’। আমি হয়তো কোনও বিষয়ে অভিমত দিচ্ছি, শ্রোতা নিয়মিত বিরতিতে শুধু বলে চলছেন- ‘সেই সেই’। এর অর্থ কী? বুঝেছিলাম আরও পরে।

যাহোক, ফেব্রুয়ারির পন্ডিচেরি ঢাকার মতোই জীবনের প্রথম সফর। কনফারেন্সে অংশগ্রহণকারী অনেকেই অবশ্য ছিলো পূর্বপরিচিত। গত দুই দশক নদী নিয়ে কাজ করার সুবাদে এই কূটনীতিক, অধ্যাপক, গবেষক, একটিভিস্টদের একটি বড় অংশ ব্যক্তিগত বন্ধুও হয়ে উঠেছেন। যা হয়, এর আগে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে অনানুষ্ঠানিক আড্ডায় ‘ভাটির দেশ’ হিসেবে বাংলাদেশের অধিকার ও বঞ্চনার কথা বললে সেখানকার বন্ধুরাও ‘যথাসাধ্য সহমর্মীতা প্রদর্শন করতেন। কিন্তু ‘উজানের দেশ’ হিসেবে কূটনীতি, রাজনীতি ও ভূ-রাজনীতির জটিল হিসাবও কেউ কেউ বুঝিয়ে দিতেন ঠারে ঠারে।

এবার দেখি, পরিস্থিতি ভিন্ন। ভারতীয় বন্ধুরাই বারবার বলছে, তারা ‘ভাটির দেশ’। ব্রহ্মপুত্রে চীনা বিভিন্ন প্রকল্পের জের ধরে ‘ভাটির দেশ’ হিসেবে ভারত ও বাংলাদেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে ইত্যাদি। একজন ভারতীয় বন্ধু যখন আড্ডায় এই প্রসঙ্গে ইংরেজিতে নাতিদীর্ঘ আলাপ করছিলেন, আমি শুনছিলাম আর নিয়মিত বিরতিতে বাংলায় বলছিলাম ‘সেই সেই’। তিনি কথা থামিয়ে জানতে চাইলেন, সেই সেই অর্থ কী? আমি বললাম না যে, ঢাকাই শ্রোতা কোনো বিষয়ে পক্ষে বা বিপক্ষে মত দিতে না চাইলে ‘সেই সেই’ বলে থাকে। বরং বললাম, এর অর্থ কঠিন। সহজ করে বুঝতে হলে আপনাকে ঢাকায় যেতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়