নূর মোহাম্মদ: [২] জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা রিট করেছিলেন। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট তা খারিজ করে দেন। তবে দুদকে হাজির হওয়ার জন্য ২৭ জানুয়ারি পর্যন্ত তাকে সময় দিয়েছেন আদালত।
[৩] গত ২৮ অক্টোবর পাঠানো চিঠিতে রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়। চিঠিতে বলা হয়, রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।