নূর মোহাম্মদ: [২] নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ মঙ্গলবার ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
[৩] পৌরসভার বর্ধিত এলাকার ভোটার আতিয়ার রহমানের রিট আবেদনে গত ২৫ নভেম্বর হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দিয়েছিলেন। গত ১৫ নভেম্বর ওই রিট করা হয়।