জাকির আকন: [২] সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত অব্যাহক রেখেছে প্রশাসন। আজ শহরের দুপুর সাড়ে ১২টায় বারোয়ারী বটতলায় এলাকায় মাস্ক না পরে বাইরে বের হওয়া ০৭ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] শহরের সিঙ্গার শোরুমের সামনে সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ০৭ জনকে ১শ হারে ৭শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় যাদের মাস্ক নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়।
[৪] উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াবদুল্লাহ বলেন, মাস্ক ছাড়া কাউকেই ঘরের বাইরে বের হতে দেয়া হবেনা। চলমান এ অভিযান আরও জোরদার করা হবে। সম্পাদনা: সাদেক আলী