শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেজাজ হারালেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান

স্পোর্টস ডেস্ক : [২] লা লিগার সময়টা যেনো একদমই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। কখনো জয়, কখনো ড্র আবার কখনো হার দিয়ে চলছে লা লিগায় তাদের সময়। গত শনিবার আরও একটি ম্যাচ, আরও একবার হোঁচট এবং সেই পুরনো প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ কোচ।

[৩] দলের ছন্দহীন পারফরম্যান্সে কি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। ভিয়ারিয়ালের মাঠে পয়েন্ট হারিয়ে এমননিতেই মন ভালো ছিল না জিনেদিন জিদানের, তারওপর সাংবাদিকদের অমন প্রশ্নে স্বভাববিরুদ্ধ মেজাজ হারাতে দেখা গেল ফরাসি এই কোচকে। জানিয়ে দিলেন, দায়িত্বের প্রতি তার ভালোলোগা-ভালোবাসা আছে আগের মতোই। তবে টানা দ্বিতীয় ম্যাচে দলের পারফরম্যান্সে যে তিনি হতাশ, তা লুকাননি জিদান।

[৪] লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে শনিবার ১-১ ড্র করে গতবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক সের্হিও রামোস ও তারকা স্ট্রাইকার করিম বেনজেমা সহ নিয়মিত একাদশের সাতজনকে ছাড়া খেলতে নামা রিয়াল ম্যাচের দ্বিতীয় মিনিটেই মারিয়ানো দিয়াসের হেডে এগিয়ে যায়। তবে বাকি সময়ে আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি তারা।

[৫] দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণ করা ভিয়ারিয়ালেরও লক্ষ্যে রাখা একমাত্র শট ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলটি। তবে বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল তারা। আক্রমণভাগ আশানুরূপ খেলতে না পারলেও এই ম্যাচে তার দলের আরও বেশি কিছু প্রাপ্য ছিল বলে মনে করেন তিনি। একটি পয়েন্ট খুব কম মনে হচ্ছে। যেভাবে খেলেছি তাতে আমাদের আরেকটু বেশি কিছু প্রাপ্য ছিল, বিশেষ করে প্রথমার্ধে। এত প্রচেষ্টার পরও কেবল এক পয়েন্ট পাওয়ায় আমি হতাশ। - মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়