নূর মোহাম্মদ: [২] বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজীর আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আসামির জরিমানার রায় স্থগিত করা হয়েছে।
[৩] রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিলও শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
[৪] রিফাত হত্যা মামলায় গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্ত বয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয়। আর বাকি চার আসামিকে খালাস দেন আদালত।