শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছর পর শুটিংয়ের সেটে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। গত ১৮ নভেম্বর থেকে যশরাজের মুম্বাই স্টুডিওতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। কথা রয়েছে- অতিথি চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সালমান খান।

এ সিনেমায় পারিশ্রমিক হিসেবে দীপিকা পাডুকোন নিচ্ছেন ১৫ কোটি রুপি এবং জন নিচ্ছেন ২০ কোটি রুপি। এ খবরগুলো প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় আসে- শাহরুখ খানের পারিশ্রমিক কত?

এ বিষয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ১৮ নভেম্বর থেকে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে যোগ দেয়া শাহরুখের পারিশ্রমিক মূলত অঙ্কে নির্ধারিত হয়নি। তাকে দেয়া হবে সিনেমাটির লভ্যাংশের ৪৫ শতাংশ শেয়ার।

অর্থাৎ সিনেমাটি মুক্তির পর তার ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করবে শাহরুখ কত টাকা পাবেন। সিনেমাটির লাভের প্রতি ১০০ কোটি রুপিতে ৪৫ কোটি পাবেন কিং খান। তাই শেষ পর্যন্ত তার পারিশ্রমিক কোথায় গিয়ে থামে তা বলা মুশকিল।

প্রসঙ্গত, সিনেমা থেকে বিরতি নেয়া গত দুই বছরে প্রায় শতাধিক স্ক্রিপ্ট পড়েছেন শাহরুখ। যার মধ্যে বেছে নিয়েছেন মাত্র ৪টি সিনেমা। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ তার একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়