শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট : সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে কোভিডকালীন সময়ে সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা এবং এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ। একইসঙ্গে সকল রকম সতর্কতা মেনে সফলতার সাথে সংসদ অধিবেশন সম্পন্ন করায় স্পিকারের প্রশংসা করেন তিনি।

সংসদ অধিবেশনের অবকাশে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গতকাল সৌজন্য সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এ প্রশংসা করেন।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। নাথালি শিউআখ বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। বর্তমানে সংসদে ২৩ জন নির্বাচিত নারী সংসদ সদস্যসহ ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার-এর তিনজনই নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিডকালীন সময়েও অর্থনৈতিক চাকা সচল রাখতে ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রণোদনা ঘোষণা করেছেন। অনেক সমস্যা থাকা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে ও তাঁদের প্রতি মানবিক ভূমিকা রেখে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘মানবতার মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে তাঁরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিডকালীন বাংলাদেশে অনুষ্ঠেয় সংসদ অধিবেশন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, অভিবাসন ইস্যু, এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়