আদনান হোসেন: [২] করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে মাঠ প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৯ জনকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
[৩] মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ধামরাই বাজার, ইসলামপুর, ঢুলিভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।
[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, মাস্ক না পরিধান না করায় ১৫ টি মামলায় ১৯ জন ক্রেতা-বিক্রেতাদের ৬ হাজার সাতশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
[৫] অভিযান পরিচালনার সময় সহযোগিতা ছিলেন কেশিয়ার কাম নাজির রাকিবুল হাসান ও ধামরাই থানা পুলিশ,সাধারন জনগণকে সচেতন থাকতে হবে, এর মধ্যে দেখা গেছে, অনেক মানুষের মধ্যে সচেতনতাটা একটু কমে গেছে, কিন্তু সেটা আরো বাড়াতে হবে। জনগনকে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী