আসাদুজ্জামান বাবুল: [২] জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ও ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গোপালগঞ্জে কমরত বিভিন্ন সরকারী-বেসরকারী টিভি ও টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার ২৫ জন সাংবাদিকদের রোববার থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা ।
[৩] গণসংযোগ কর্মকর্তা আবদুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করে আরো বলা হয়েছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসি কর্মশালাটি উদ্বোধন করেন।
[৪] কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
[৫] এছাড়া আর্মেনিয়া থেকে যুক্ত হন প্রকল্পের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন। প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত। এই প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে আছে মন্ত্রীপরিষদ বিভাগ, সমন্বয় করছে বৃটিশ কাউন্সিল এবং বাস্তবায়নের দায়িত্ব আছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিসিএস প্রশাসন একাডেমী, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট প্রকল্পটির মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারি কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা।
[৬] এই লক্ষে সরকার কর্তৃক গৃহীত ৫টি কৌশলপত্র: জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্বন্ধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে গণমাধ্যমকর্মীগণ জনগণকে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করতে পারে।
[৭] কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম, কর্মশালা পরিচালক মো. সোহেল রানা, উপ-পরিচালক (প্রশাসন) এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন মো.আবুজার গাফফারী, উপ-পরিচালক (বেতার অনু. প্রশি.), কর্মশালা সমন্বয়ক মো. আব্দুল মান্নান, সহকারি পরিচালক (দৃশ্য সজ্জা ও রেখায়ন) এবং এস. এম. রাফিউল আবেদীন, সহকারি প্রোগ্রামার। র্যাপিটিয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন নাফিস আহমেদ, সহকারি পরিচালক (বেতার প্রকৌ. প্রশি.) কর্মশালা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের হিসাব রক্ষক নোমান ও কম্পিউটার অপারেটর মো. কামরুল হাসান ইউছুফ ।
[৮] অনলাইন শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিকবৃন্দরা হলেন, আসাদুজ্জামান বাবুল (চ্যানলআই/মানবজমিন/আমাদের নতুন সময়,) এসএম হুমায়ুন কবীর (দৈনিক যুগান্তর) আমিনুল হাসান শাহিন (বাংলাদেশ প্রতিদিন) মাহাবুব হোসেন সারমাত ( এনটিভি) এসএম আমীর হামজা (সময় টিভি) আজিজুর রহমান রনি (একাত্তর টিভি) মোস্তফা জামান (বৈশাখী টিভি) চৌধুরী হাসান মাহমুদ (এটিএন বাংলা) মোজাম্মেল হোসেন মুন্না (যমুনা টিভি) সৈয়দ মিরাজুল ইসলাম (ইউএনবি) মুরাদুল ইসলাম (গাজী টিভি) ও মো, সবুজ ছাড়াও অন্যরা।