শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসির-সোহাগের তো মনে হয় ক্রিকেট খেলারই ইচ্ছে নেই : নান্নু

নিজস্ব প্রতিবেদক: [২] একসময় জাতীয় দলে ভরসা প্রতীক হয়ে উঠেছিলেন নাসির হোসেন ও সোহাগ গাজী। কিন্তু, সময়ের স্রোতে এখন নিজেদেরকে হারিয়ে খুঁজছেন তারা। তবে তাদের চেষ্টা যে যথার্থ নয়, সেটিই যেন স্পষ্ট হয়ে উঠেছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে।

[৩] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিটনেস ইস্যুতে কড়াকড়ি আনছে বেশ আগে থেকেই। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখেও বেশ কঠোরতার সাথে বিষয়টি দেখভাল করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটারদের মাঝেও বেশ ভালো জাগরণ হয়েছে ফিটনেস নিয়ে। এতে দেশের ক্রিকেটেরই লাভ হচ্ছে।

[৪] প্লেয়ার্স ড্রাফটে থাকতে হলে, ফিটনেস টেস্টে পাশ করতেই হবে। এমন সমীকরণে ফিটনেস টেস্ট দিচ্ছেন ক্রিকেটাররা। ফিটনেস টেস্টের জন্য বিপ টেস্টে বেঞ্চ মার্ক ধরা হয়েছিল ১১। বেশিরভাগ ক্রিকেটারই উত্তীর্ণ হয়েছেন সেখানে। যেখানে আগে ১০ পেতেই হাপিত্যেশ উঠতো সেখানে, দারুণ সফলতার স্বাক্ষর রেখেছেন মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, জুয়ায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। অনেকেই আবার পেয়েছেন ঈর্ষনীয় সাফল্যও। তরুণদের মাঝেও অনেকেই ভালো করেছে। - বিসিবি

[৫] তবে এতকিছুর মাঝে হতাশ করেছেন নাসির হোসেন ও সোহাগ গাজী। বিপ টেস্টে কার্যকরী ফল তুলতে পারেননি দু’জনের কেউই। নাসির গড়েছেন সর্বনিম্ন স্কোরের লজ্জা। দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ১০ নভেম্বর বিপ টেস্ট করতে এসে তিনি তুলেছেন মাত্র ৮.৫ স্কোর। অপরদিকে সোহাগ গাজী নাসিরের থেকে ভালো হলেও, পাশ মার্ক তুলতে পারেনি। দুই দফা বিপ টেস্ট তার স্কোর যথাক্রমে ৯.৪ ও ১০। - বিসিবি

[৬] আর এতেই বেজায় চটেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানিয়েছেন কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। যার কারণে, বঙ্গবন্ধু কাপে খেলতেও পারবেন না তারা। এনটিভি

[৭] গণমাধ্যমকে নান্নু বলেন, ‘ওর (নাসিরের) তো খুব খারাপ অবস্থা। ও খেলতে পারবে না। ৮ তো আমিই টেস্ট দিলে পাব। যারা ফেল করছে তাদের আর কোনো পরীক্ষা নেয়া হবে না। ফিটনেস টেস্টে পাশ করতে হলেও অনুশীলন করতে হয়। ওরা এসেই তো আর পাশ করতে পারবেন না।

[৮] আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস ভালো করেছে। এতেও ওর শিক্ষা হয়নি। তাই বলে মাত্র ৮! নিক লিও ( জাতীয় দলের ফিজিও) দেখে হাসছে। লজ্জাজনক! একজন জাতীয় পর্যায়ের প্লেয়ার, প্রথম শ্রেণির চুক্তিভুক্ত প্লেয়ার, তার ফিটনেস লেভেল হলো ৮ (৮.৫)!’

[৯] সোহাগ গাজীকে নিয়ে নান্নুর ভাষ্য, ‘সোহাগ গাজীর কথাই ধরুন না, ওর ফিটনেস লেভেল ৯ (প্রথম ৯.৪, দ্বিতীয় দফায় ১০)। যারা ফেল করেছে ওদের নিয়ে আর নতুন করে ভাবার কিছু নেই। দুই বছর হলো ওদের নিয়ে দৌঁড়াচ্ছি। আর সম্ভব না। নিজের ফিটনেস নিজের কাছে। এটা কী আমি আপনি করে দিতে পারব? আপনি যতদিন ফিট থাকবেন খেলবেন, না হলে খেলবেন না। আমার মনে হচ্ছে নাসিরের ক্রিকেট খেলার ইচ্ছেই নাই।

[১০] আমাকে নিক লিও একই কথা বলেছে যে, ওর তো খেলার ইচ্ছাই নাই। সোহাগ গাজীরও একই অবস্থা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়