শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা

স্পোর্টস ডেস্ক: আগামী নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ। এই টুর্নামেন্টি শুরুর দিন তারিখ ঠিক না হলেও অক্টোবরে পর্দা ওঠার সম্ভাবনা রয়েছে। তার আগে সাবিনা খাতুনরা ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন চাইনিজ তাইপের বিরুদ্ধে।

এই ম্যাচ দুটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা সবগুলো ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছি। জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের বিপক্ষে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি হবে।

তিনি আরো বলেন, আমরা সাফের আগে এই ম্যাচ দুটিকে প্রস্তুতি হিসেবে নিচ্ছি। এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো। চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি। সূত্র: বাংলা ট্রিবিউন

গত বছর লাল-সবুজের প্রতিনিধিরা সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। ঘরের মাঠে তারা দুটি ম্যাচেই জিতেছিল। তারপর ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ফিলিস্তিনকে এনে ম্যাচ খেলার চেষ্টা করেছিল। কিন্তু ফিলিস্তিন ওই সময় খেলতে নারাজ ছিল।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়