আবদুল ওহাব : [২] বগুড়ার শাজাহানপুরে একটি বাল্যবিয়ের বৌ-ভাত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান।
[৩] ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও জামাইকে লুকিয়ে মেয়ের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে নাটক সাজায় মেয়ের বাবা।
[৪] এসময় বর-কনেকে না পেয়ে মেয়ের ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়ের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে।
[৫] শুক্রবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান।
[৬] জানা গেছে, এক দেড় মাস আগে কচুয়াদহ গ্রামের দাদন ব্যবসায়ী রুস্তম আলীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অথইয়ের সঙ্গে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শেখ পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে সাব্বির হোসেনের (২৫) বিয়ে হয়।
[৭] শুক্রবার মেয়ের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হলে খবর পেয়ে বিকেল ৫টার দিকে ম্যাজিস্ট্রেট গিয়ে হানা দেন। এসময় মেয়ের বিয়ে নয় মেয়ের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে নাটক সাজান মেয়ের বাবা।
[৮] নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান জানান, বাল্যবিয়ে সহযোগিতার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবা রুস্তম আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে ছেলের বাড়িতে পাঠাবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।