শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টেষ্ট নেগেটিভ এলেই বিশেষ অধিবেশনের প্রবেশ পাস সাংবাদিকদের

মনিরুল ইসলাম: [২] কোভিড-১৯ টেষ্ট নেগেটিভ হলেই জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশের সুযোগ পাবে সাংবাদিকরা। এ তথ্য জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণ সংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ।

[৩] তিনি জানান, বিশেষ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকবে। তবে কোভিড-১৯ টেষ্ট করতে হবে। ফলাফল নেগেটিভ এলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশ পাস।

[৪] তিনি আরও জানান, আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। প্রতিটি সংবাদমাধ্যম থে‌কে একজন ক‌রে সাংবা‌দিক‌কে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংস‌দের মি‌ডিয়া সেন্টা‌রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে।

[৫] তিনি বলেন, ৮ ন‌ভেম্বর কো‌ভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট দেওয়া হ‌বে। নে‌গে‌টিভ রি‌পোর্ট পাওয়া সাংবা‌দিক‌দের সংসদ পাস দেওয়া হ‌বে, যাতে তারা ৯ নভেম্বর সংসদে গিয়ে অধিবেশনের খবর সংগ্রহ করতে পারেন।

[৬] উল্লেখ, কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহতার কারণে বিগত ৩টি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার স্থগিত রাখা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়। তবে গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ আবার বিশেষ অধিবেশন আহ্বান করেন। ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টায় এই বিশেষ অধিবেশন শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়