শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহার যুবলীগ সভাপতির নামে গ্রেফতারি পরোয়ানা

ইত্তেফাক: চেক জালিয়াতি (সিআর) মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার দোহার উপজেলা যুবলীগের সভাপতি মো: আলমাছ উদ্দিনের (৪৫) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা সদর কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকরা হাতে পেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন মোল্লা’র করা একটি মামলার তার সাজা হয়।

সাজাপ্রাপ্ত আসামি আলমাছ দোহার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার জয়পাড়া গ্রামের ইউনুছ মোল্লার ছেলে। মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গ্রেফতারি পরোয়ানার নথি থেকে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আলমাছ পলাতক থাকায় চলতি মাসের ৫ তারিখে কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ বিষয়ে জানতে দোহার উপজেলা যুবলীগের সভাপতি মো: আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

চেক জালিয়াতি (সিআর) মামলার বাদী দোহার উপজেলা বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আলাউদ্দিন মোল্লা আলমাছের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেছেন বলে সত্যতা স্বীকার করেন।

ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন দরানি জানান, বিষয়টি আমাদের জানা নেই। তাই খোঁজ নিয়ে দেখতে হবে। যুবলীগে অপরাধীদের কোনো জায়গা নেই। আলমাছের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেলে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, একটি সিআর মামলায় দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছের নামে গ্রেফতারি পরোয়ানার নথি আমরা পেয়েছি। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়