শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহার যুবলীগ সভাপতির নামে গ্রেফতারি পরোয়ানা

ইত্তেফাক: চেক জালিয়াতি (সিআর) মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার দোহার উপজেলা যুবলীগের সভাপতি মো: আলমাছ উদ্দিনের (৪৫) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা সদর কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকরা হাতে পেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন মোল্লা’র করা একটি মামলার তার সাজা হয়।

সাজাপ্রাপ্ত আসামি আলমাছ দোহার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার জয়পাড়া গ্রামের ইউনুছ মোল্লার ছেলে। মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গ্রেফতারি পরোয়ানার নথি থেকে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আলমাছ পলাতক থাকায় চলতি মাসের ৫ তারিখে কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ বিষয়ে জানতে দোহার উপজেলা যুবলীগের সভাপতি মো: আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

চেক জালিয়াতি (সিআর) মামলার বাদী দোহার উপজেলা বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আলাউদ্দিন মোল্লা আলমাছের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেছেন বলে সত্যতা স্বীকার করেন।

ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন দরানি জানান, বিষয়টি আমাদের জানা নেই। তাই খোঁজ নিয়ে দেখতে হবে। যুবলীগে অপরাধীদের কোনো জায়গা নেই। আলমাছের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেলে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, একটি সিআর মামলায় দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছের নামে গ্রেফতারি পরোয়ানার নথি আমরা পেয়েছি। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়