শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিইউপি ও ডিসিসিআই’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইসমাঈল ইমু : [২] মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটরিয়ামে মঙ্গলবার অফিস অব দি ইভেলুয়েশন, ফ্যাকাল্টি এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) এর উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি শামস মাহমুদ এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

[৪] সমঝোতা স্মারক এর ফলে অ্যাকাডেমিক ও গবেষণার ক্ষেত্রে উভয়ের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, বিইউপির শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের ওয়েবার প্রদান, বিইউপি শিক্ষার্থীদের ইন্টানর্শীপ প্রদান, যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার ও কোর্স পরিচালনাসহ আরও বিভিন্ন সুযোগ অবারিত হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো: মেফতাউল করিমসহ বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ডিসিসিআই এর কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়