রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের পটিয়া বাইপাস মহাসড়কে শরিফুল ইসলাম (৩২) নামে বাসের এক সুপারভাইজারকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব।
[৩] শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাইপাসে বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তার শরিফুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল আলিমের ছেলে। তিনি আরও বলেন, শরিফুলকে পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। র্যাব-৭ এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। বিভিন্ন সময় সে কক্সবাজার থেকে ইয়াবা সরবরাহ করে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে। সম্পাদনা: সাদেক আলী