শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারদোৎসব, ৪ দিন বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য

রাশিদুল ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গে শারদোৎসব উপলক্ষে একটানা ৪ দিন বন্ধ থাকছে পেট্রাপোল-বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য।  বৃহস্পতিবার আমদানি-রফতানি হওয়ার পরেই বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত। বুধবার সন্ধ্যায় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপুজো উপলক্ষে ২৩ অক্টোবর মহা সপ্তমী থেকে ২৬ অক্টোবর মহা দশমী পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকছে।

এদিকে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ৪ দিন বন্ধ থাকার জন্য আগেভাগে বেশি বেশি করে রফতানির পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে পাঠানোর চেষ্টা করছেন আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা। এরফলে পেট্রাপোল সিডব্লিউসি পার্কিংয়ে অনেকটাই পণ্যবাহী ট্রাকের চাপ কমে গেছে। উৎসবের দিনগুলোতে নতুন করে বনগাঁ শহরের উপর দিয়ে আর বাণিজ্যের পণ্যবাহী ট্রাক সীমান্তের দিকে যাবে না।

অন্যদিকে, ঘোঁজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা জানান, শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। শারদোৎসব উপলক্ষ্যে ২৪ অক্টোবর শনিবার থেকে ২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৮ অক্টোবর বুধবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়