আসিফুজ্জামান পৃথিল: [২] চীনের রাষ্ট্রয়াত কোম্পানিটি মেডিক্যাল জার্নাল র্যানসেটে তাদের ট্রায়াল ফল প্রকাশ করে এই দাবি করেছে। ট্রায়ালের তথ্য উপাত্ত দিয়ে তারা বলছে, তাদের তৈরি ভ্যাকসিন যথেষ্ঠর চেয়েও সফল। দ্য ল্যানসেট
[৩] এই গবেষণার আওতায় ১৮ থেকে ৮০ বছর বয়সীদের বিবিআইবিপি-করভি নামের এই টিকা দেয়া হয়। সকল টিকা গ্রহণকারীর শরীরে এন্টিবডির প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ষাটোর্ধদের শরীরে টিকার প্রতিক্রিয়া ধীর। ডেইলি মেইল
[৪] টকা গ্রহণকারী ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের শরীরে এন্টিবডি ২৮ দিনের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এরচেয়ে বেশি বয়সীদের এ জন্য ৪২ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। তবে এ গবেষণায় ভ্যাকসিনটির কার্যকারিতার উল্লেখ না থাকায় এটি করোনা থেকে লোকজনকে রক্ষা করতে সক্ষম কিনা তা বলা যাচ্ছে না। খালিজ টাইমস
[৫] বর্তমানে ৪২টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর একেকটি একেক ধরণের। এর কয়েকটি ইতোমধ্যে নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বিবেচিত হয়েছে। দ্য র্যানসেট
[৬] বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস এর অধ্যাপক ইয়াং শাওমিং বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে করোনার বিরুদ্ধে ব্যাপকভাবে এন্টিবডি তৈরিতে টিকার অতিরিক্ত ডোজ দরকার যা সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। গ্লোবাল টাইমস