শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৃষ্টি প্রতিবন্ধীদের স্মার্ট এবং সাদাছড়ি বিতরণ করলো র‌্যাব

সুজন কৈরী : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট এবং সাদাছড়ি বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

[৩] বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরে অনাড়ম্বর এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ৩৬০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের স্মার্ট এবং সাদাছড়ি তুলে দেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

[৪] এ সময় র‌্যাব প্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের একটা বড় সময় তিনি কারাগারে কাটিয়েছেন। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তখনই গড়তে পারবো, যখন সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। এর আওতা থেকে প্রতিবন্ধীরাও বাদ নয়, বরং তাদেরকে শক্তি হিসেবে বিবেচনা করেছেন প্রধানমন্ত্রী।

[৫] চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমরা অনেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু মহামারী করোনার কারণে তা সম্ভব হয়নি। আজ কিছু সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে সমবেত হতে পেরেছি। আমাদের সেই সুযোগ করে দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

[৬] করোনা মহামারীতে র‌্যাব সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে উল্লেখ করে র‌্যাব প্রধান বলেন, আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। করোনাকালে আমরা দেখেছি কেউ কেউ গরুর দুধ বিক্রি করতে পারছে না। তখন আমরা এক লাখ লিটার দুধ কিনেছি। শীতবস্ত্র বিতরণ করেছি। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ সহায়তার হাত প্রসারিত থাকবে। সেই ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় আগামীতে আরও বেশি সংখ্যক স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হবে।

[৭] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেসনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার, গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম, সহকারী পরিচালক সুজয় সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়