শরীফ শাওন: [২] বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) জানায়, করোনা মহামারিতে পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার্থীর গড় ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন সরকারের দূরদর্শী সিদ্ধান্ত। এতে নির্বিঘ্নে উচ্চশিক্ষার পথ উন্মোচিত হয়েছে।
[৩] বৃহস্পতিবার এপিইউবির সভায় একথা বলা হয়। সভায় সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
[৪] সভায় বলা হয়, মহামারিতে পরীক্ষা অনুষ্ঠানের অনুকূলে না থাকায় সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিলো। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলেই স্বাস্থ্য ঝুঁকিতে আতঙ্কিত ছিলেন।