সোহেল রহমান : [২] চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা প্রাপ্ত বাংলাদেশের তৈরি পণ্যের তালিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার ৮ হাজার ৫৪৯টি পণ্যের তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
[৩] জানা যায়, চলমান বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড- ১৯) পরিস্থিতিতে চীনের বাজারে নতুন করে ৫ হাজার ১৬১টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। গত ১৬ জুন মোট ৮ হাজার ২৫৬টি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার ঘোষণা দেয় চীন সরকার। গত ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর করা হয়েছে। পণ্য তালিকাগুলো এতদিন চীনা ভাষায় উল্লেখ করা ছিল। এখন এগুলো ইংরেজীতে রূপান্তরিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
[৪] চীন প্রদত্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের তালিকা মন্ত্রণালয়ের ‘Import and Export Tariff of People's Republic of China, 2020’ -এর ওয়েব লিংকে পাওয়া যাবে।
[৫] বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দীর্ঘ নেগোসিয়েশনের পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্যে অর্থাৎ ৮ হাজার ২৫৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করেছে। চীন সরকার শুল্কমুক্ত সুবিধা ঘোষণা দেয়ার পর গত ২৪ জুন তা দেশের ব্যবসায়ী সংগঠনগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।