শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ার ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা সালাম মাস্টার মারা গেছেন

গিয়াস উদ্দীন : [২] চট্টগ্রামের পটিয়ার ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুস সালাম মাস্টার মারা গেছেন।

[৩] সোমবার সকাল বেলা পটিয়া উপজেলার জঙ্গলখাইন পাইরোল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। বাদে আসর মরহুমের গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্জদায় দাফন করা হয়।

[৪] ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠন সালাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান,পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামশুল আলম মাস্টার, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামশুজ্জামান চৌধুরী, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মহিউদ্দীন চেয়ারম্যান, ডেপুটি কমান্ডর মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুগল সরকার, চট্টগ্রাম জেলা গণতন্ত্রি পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা তাজুল মল্লুক চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা বাসদ নেতা স.ম ইউনুচ, উপজেলা সিপিবির সভাপতি পুলক কান্তি দাশ, বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী এনামুল হক এনাম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফার আহমদ চৌধুরীসহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

[৫] ভাষা সৈনিক সামাল মাস্টার মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক হিসেবে ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্মনাপত্র। ২০০০ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সম্মানা প্রদান, ২০১১ সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক সনদ পত্র প্রদান, ২০০৫ সালে মুজিব নগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ একটি সনদ পত্র প্রদান করেন। ছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন ও সংস্থা সম্মানে ভূষিত হন। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়