শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ১০

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ পৌরএলাকার দত্তবাড়ি ও চক কোবদাসপাড়া মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দুপুরে ওই এলাকায় গেলে এমন দৃশ্য ছিল চোখে পড়ার মত।

[৩] সংঘর্ষ চলাকালে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফার বাড়ি, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুসের বাড়ি, কোহিনুর বেগমের বাড়ীসহ ১২টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

[৪] এসময় হান্নান, রন্জু, নাইম,রেজুয়ান, সামি, পারভেজ শাহাদতসহ ১০ জন আহত হয়েছে।

[৫] সরজমিনে গিয়ে দেখা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দত্তবাড়ি ও চক কোবদাসপাড়া মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ৫দিন ব্যাপী চলা এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দফায় দফায় সংর্ষের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৬] জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, আমার বাড়িসহ ১২টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমি এর সঠিক বিচার দাবি করছি। সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ৩০/৪০ জন বখাটে সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়। এসময় তারা আমার বাড়ীর আসবাবপত্র ভাংচুর ও সোনার গহনা লুটপাট করে, সেই সাথে আমার বাড়ীতে গুলিবর্ষণ করে। সঠিক তদন্ত করে সঠিক বিচার তিনি।

[৭] সিরাজগঞ্জ সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত গোলাম মোস্তফা বলেন, গত ৫ দিন ধরে দুই মহল্লায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এঘটনায় উভয় বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়