শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালী ফিরতে চার দফা দাবি নিয়ে মানববন্ধন প্রবাসীদের

লাইজুল ইসলাম: [২] পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে ইতালী এম্বাসির সামনে তারা জড়ো হোন। এসময় মানববন্ধন থেকে তারা বলেন, দেশে এসে এখন বিপাকে পড়েছি। সেখানে ফেরার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ইতালী এম্বাসি।

[৩] আন্দোলনকারীদের দাবিগুলো হলো সহজ শর্তে ফ্লাইট চালু করতে হবে, বিনা শর্তে বাংলাদেশে আটকে পরা প্রবাসীদের ঢুকতে দিতে হবে ইতালীতে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বৃদ্ধি হতে হবে, এম্বাসি থেকে সঠিক তথ্য সরবরাহ ও দুর্ব্যাবহার করা যাবে না।

[৪] ইতালীর এম্বাসেডরের সঙ্গে তাদের একটি ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এম্বাসেডর আগামী (১৯ অক্টোবর) সোমবার পর্যন্ত সময় নিয়েছেন। সে পর্যন্ত সব ধরনের আন্দোলন স্থগিত করেছে তারা।

[৫] প্রবাসীরা বলেন, ইতালী এম্বাসেডরের বক্তব্য যদি আমাদের পক্ষে হয় তবে আমরা আর আন্দোলণ করবো না। আর যদি না হয় তবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করবো। আমরা না খেয়ে মরতে পারবো না। আমাদের বাঁচাতে হবে। দীর্ঘ দিন দেশে আটকে আছি। ইতালীতে আমাদের বাসা ভাড়া নেয়া আছে। সেখানে টাকা দিতে হচ্ছে। এখানে আটকে আছি। আমরা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়