শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স‌ালথায় উপ‌জেলা চেয়ারম্যা‌নের স্বাক্ষর জাল ক‌রে প্রতারণা, আটক ২

হারুন-অর-রশীদ: [২] জেলার সালথায় উপ‌জেলা চেয়ারম্যা‌নের স্বাক্ষর জাল ক‌রে প্রতারণা এবং এক‌টি বা‌ড়ি এক‌টি খামার প্রক‌ল্পের নাম ক‌রে ঘর বা‌ড়ি ক‌রে দেওয়ার কথা ব‌লে টাকা আত্মসাৎ এর অ‌ভি‌যো‌গে ২ জনকে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ব্যা‌ক্তিরা হলেন উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের বিষ্ণ‌ুদি গ্রা‌মের মৃত সে‌কেন্দার আলীর পুত্র ফরহাদ সেখ (৪০) এবং মেজবা উদ্দিন (৬০)। শুক্রবার (৯ অ‌ক্টোবর) সন্ধ্যায় উপ‌জেলার যদুনন্দি বাজার থে‌কে তা‌দের আটক করা হয়।

[৩] সালথা থানা পু‌লিশ সূত্রে জানা যায়, আটককৃত ফরহাদ ও মেজবা উদ্দিন এক‌টি বা‌ড়ি এক‌টি খামার প্রক‌ল্পের নাম ক‌রে ঘর বা‌ড়ি ক‌রে দেওয়ার কথা ব‌লে উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের ৭-৮ জনের নিকট থে‌কে ৬-৭ মাস আ‌গে টাকা নেয়। ঘ‌রের জন্য চাপ দি‌লে আটককৃতরা সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যা‌নের জাল স্বাক্ষরে সুপা‌রিশ করা কাগজ পত্র দেখায় এবং সক‌লের নিকট ৮৫০০ টাকা ক‌রে দা‌বি ক‌রে। ভুক্তভু‌গীরা টাকা নেওয়ার জন্য আসামী‌দের যদুনন্দি বাজা‌রে আস‌তে ব‌লে সেখা‌নে পৌঁছ‌লে ফরহাদ ও মেজবা উদ্দিন‌কে আটকে রে‌খে পু‌লি‌শে খবর দেয়, ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ তা‌দের আটক ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।

[৪] সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ সাংবাদিকদের ব‌লেন, আটককৃত ফরহাদ শেখ ও মেজবা উদ্দি‌নের না‌মে প্রতারণার দা‌য়ে নিয়‌মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে।আজ শ‌নিবার তা‌দের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে এবং এই বিষ‌য়ে আইনগত প‌ক্রিয়া চলমান র‌য়ে‌ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়