শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স‌ালথায় উপ‌জেলা চেয়ারম্যা‌নের স্বাক্ষর জাল ক‌রে প্রতারণা, আটক ২

হারুন-অর-রশীদ: [২] জেলার সালথায় উপ‌জেলা চেয়ারম্যা‌নের স্বাক্ষর জাল ক‌রে প্রতারণা এবং এক‌টি বা‌ড়ি এক‌টি খামার প্রক‌ল্পের নাম ক‌রে ঘর বা‌ড়ি ক‌রে দেওয়ার কথা ব‌লে টাকা আত্মসাৎ এর অ‌ভি‌যো‌গে ২ জনকে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ব্যা‌ক্তিরা হলেন উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের বিষ্ণ‌ুদি গ্রা‌মের মৃত সে‌কেন্দার আলীর পুত্র ফরহাদ সেখ (৪০) এবং মেজবা উদ্দিন (৬০)। শুক্রবার (৯ অ‌ক্টোবর) সন্ধ্যায় উপ‌জেলার যদুনন্দি বাজার থে‌কে তা‌দের আটক করা হয়।

[৩] সালথা থানা পু‌লিশ সূত্রে জানা যায়, আটককৃত ফরহাদ ও মেজবা উদ্দিন এক‌টি বা‌ড়ি এক‌টি খামার প্রক‌ল্পের নাম ক‌রে ঘর বা‌ড়ি ক‌রে দেওয়ার কথা ব‌লে উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের ৭-৮ জনের নিকট থে‌কে ৬-৭ মাস আ‌গে টাকা নেয়। ঘ‌রের জন্য চাপ দি‌লে আটককৃতরা সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যা‌নের জাল স্বাক্ষরে সুপা‌রিশ করা কাগজ পত্র দেখায় এবং সক‌লের নিকট ৮৫০০ টাকা ক‌রে দা‌বি ক‌রে। ভুক্তভু‌গীরা টাকা নেওয়ার জন্য আসামী‌দের যদুনন্দি বাজা‌রে আস‌তে ব‌লে সেখা‌নে পৌঁছ‌লে ফরহাদ ও মেজবা উদ্দিন‌কে আটকে রে‌খে পু‌লি‌শে খবর দেয়, ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ তা‌দের আটক ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।

[৪] সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ সাংবাদিকদের ব‌লেন, আটককৃত ফরহাদ শেখ ও মেজবা উদ্দি‌নের না‌মে প্রতারণার দা‌য়ে নিয়‌মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে।আজ শ‌নিবার তা‌দের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে এবং এই বিষ‌য়ে আইনগত প‌ক্রিয়া চলমান র‌য়ে‌ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়