শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ

ফেনী প্রতিনিধি: [২] ফেনী শহরের হাজারী রোডে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে টয়োটা পিকআপ গাড়ীর ভেতরে এক বক্স (পাটাতন) থেকে মঙ্গলবার (৬ অষ্টোবর) রাতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার (৭ অষ্টোবর) সকালে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোডের পশ্চিম মাথায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঢাকামুখী একটি টয়োটা পিকআপ মাদক দ্রব্য পাচারের খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

[৪] পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাড়ীর ড্রাইভার আমির হোসেন (৩০) ও হেলপার মো. রফিক আলম (২০) কে গ্রেপ্তার করে। আমির কক্সবাজার জেলার বালুখালি শিয়াল্যাপাড়া আব্দুল গফুরের বাড়ীর মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে ও রফিক উখিয়া থানার থাইংখালী ঘোনার পাড়া গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে।

[৫] তাদের দেয়া তথ্য অনুযায়ী গাড়ীর বডির ভেতরে প্লেনসীট দ্বারা তৈরী বক্স থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। জব্দকৃত পিকআপের মুল্য ১৫ লাখ টাকা।

[৬] গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নূরুজ্জামান জানান, ইয়াবা উদ্ধার ঘটনায় ২ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা মাদক আইন মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়