শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজারবাইজানের ভূখণ্ড থেকে আর্মেনিয়াকে সরে যাওয়ার আহ্বান জানালো ইরান

সিরাজুল ইসলাম: [২] দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাল আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন। দেশটির দৈনিক কেইহান-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান যেমনি ইসরাইলের দ্বারা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী তেমনি আর্মেনিয়ার দ্বারা আজারবাইজানের ভূখন্ড দখলের বিরোধী।

[৩] তিনি বলেন, ইরান সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং বিশ্বাস করে। এটা জাতিসংঘ সনদের নীতিমালার অংশও। জাতিসংঘের সদস্য হিসেবে এ নীতি মেনে চলে তেহরান। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই ইরানের প্রতিবেশী। আর্মেনিয়া প্রতিবেশী আজারবাইজানের দক্ষিণের অন্তত ৭টি শহর দখল করে রেখেছে। জাতিসংঘের এ সংক্রান্ত চারটি ইশতেহার রয়েছে। সব ইশতেহারেই বলা হয়েছে, আজারবাইজানের একটা অংশ দখলে রেখেছে আর্মেনিয়া। আর্মেনিয়াকে দখল ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বলা হয়েছে এ সব ইশতেহারে।

[৪] বেলায়েতি বলেন, ইরান চায় আজারবাইজানের ভূখণ্ড সেদেশকে ফিরিয়ে দেয়া হোক। এ সব অঞ্চল দখল করায় দেশটির ১০ লাখের বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন। দ্রুত এসব এলাকা ছেড়ে দিতে বলছি আমরা।

[৫] তিনি বলেন, ইরান মনে করে- এ সমস্যার সামরিক সমাধান নেই। রাজনৈতিক পথে এগোতে হবে। আলোচনায় বসতে হবে। কারণ যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। চলমান যুদ্ধ গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও ক্ষতিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়