শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৬ সদস গ্রেপ্তার

সুজন কৈরী : [২] মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল খন্দকার, শাহানাজ বেগম, সুমন ভূঁইয়া, মো. বেলাল বিন কারী, মো. আরিফ হোসেন ও মো. জাবেদ হোসেন।

[৩] গত ৪ জুলাই শরীয়তপুরের জাজিরা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলার পর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] সোমবার সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জানান, গ্রেপ্তার সবাই সংঘবদ্ধ অপহরণকারী চক্র। তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে সেখানকার বাংলাদেশি প্রবাসীদের অপহরণ করে আটকে রাখত। এরপর মারধর করে তা ভিডিও ধারণ করে স্বজনদের কাছে পাঠাতো। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ আদায় করত। বিশেষ করে চক্রের গ্রেপ্তার সদস্যরা দেশে তাদের সহযোগীদের মাধ্যমে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে এ অর্থ নিতো।

[৫] জিসানুল হক আরও জানান, জাজিরার মামলার আসামি রহিম সরদারসহ অজ্ঞাতরা গত ১৮ জুন মালয়েশিয়ায় জাহাঙ্গীর মল্লিককে অপহরণ করে। এরপর দেশে থাকা তার বড় ভাই আলমগীর মল্লিকের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জাহাঙ্গীরকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। ভাইকে বাঁচাতে রহিম সরদারের বিকাশে আট লাখ টাকা পাঠালে অপহরণকারীরা জাহাঙ্গীরকে মুক্তি দেয়। এই ঘটনার পরিকল্পনাকারী মালয়েশিয়া প্রবাসী চাঁদপুরের কামরুল। তার অন্যতম সহযোগী হিসেবে কাজ করে তারই শ্যালক রহিম সরদার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়