শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচপি দলের করোনা পরীক্ষা সম্পন্ন

রাহুল রাজ : [২] ৭ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি'র হাই পারফরম্যান্স ইউনিটের অনুশীলন ক্যাম্প। সেই লক্ষ্যে সম্পন্ন হলো দলটির ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ মোট ৪০ জনেরও পরীক্ষা।

[৩] সোমবার (৫ অক্টোবর) এতথ্য দিলেন বিসিবি'র মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

[৪] তিনি বললেন, ‘আপনারা জানেন ৭ অক্টোবর থেকে মিরপুরে এইচপি দলের অনুশীলন ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এজন্য আমরা দলের প্লেয়ার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ প্রায় ৪০ জনের কোভিড টেস্ট করিয়েছি।’

[৫] তিন দলের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৭ অক্টোবর থেকে এইচপি দলের এই ক্যাম্প শুরু হলেও শুরু থেকে দলের সঙ্গে থাকছেন না হেড কোচ টবি র‌্যাডফোর্ড। জানা গেছে, ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে শিষ্যদের সঙ্গে দেখা যাবে নবনিযুক্ত এই ইংলিশ হেড কোচকে।

[৬] শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় চলছে বিসিবি'র আয়োজনে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ। এর প্রথমটি শেষ। দ্বিতীয় ম্যাচও শুরু হয়ে গেছে। এরপরেই মাঠে গড়াবে তিন দলের ওয়ানডে সিরিজ।

[৭] বিসিবি'র দেওয়া মতে, সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। দ্বিতীয়টি ১৩, তৃতীয়টি ১৫, চতুর্থটি ১৭, পঞ্চমটি ১৯ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। শুধুই জাতীয় দলের পুলের ক্রিকেটারদের সঙ্গে সিরিজে অংশ নিবে এইচপির ইউনিটের বেশ কয়েক ক্রিকেটার। প্রায় ৫০ ক্রিকেটারের অংশগ্রহনে অনুষ্ঠেয় এই সিরিজে লিগ পর্বে প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে দুইবার মাঠে নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়