শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে কোভিড ভ্যাকসিন সরবরাহে নামবে সেনা

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিষয়টি নিশ্চিত করে বলেছেন কোভিড ভ্যাকসিন তৈরি, এটি সরবরাহ বেশ কঠিন কাজ এবং একাজে সেনা সদস্যদের নিয়োগ দেয়া হচ্ছে। আরটি

[৩] ক্লিনিকের চাহিদা অনুয়ায়ী কোভিড ভ্যাকসিন সরবরাহ করবে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এবং তাদের সহায়তা করবে সেনারা।

[৪] ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী বলেন চূড়ান্ত ক্লিনিক্যাল ডাটা পেলে টিকা সরবরাহ শুরু হবে। এ্যাপের মাধ্যমে ভ্যাকসিন পেতে ইতিমধ্যে দেড় কোটি আবেদন এসেছে। এধরনের চাহিদাকে মন্ত্রী ‘ডিজিটাল হটকেক’ হিসেবে অভিহিত করেন।

[৫] ব্রিটিশ রক্ষণশীল এমপি টোবিয়াস এলউড এর আগে কোভিড ভ্যাকসিন সরবরাহে সেনা নিয়োগে সরকারের কাছে আহবান জানান। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের কারা ভ্যাকসিন নিচ্ছে বা কারা নিচ্ছে না তারও একটি ডাটা তৈরির পরামর্শ দেন।

[৬] ব্রিটেনের চিকিৎসাবিশেষজ্ঞরা অবশ্য এও বলছেন যে ভ্যাকসিন যারা নেবে তাদের সার্টিফিকেট দেয়া উচিত।

[৭] ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান হ্যানকক বলেছেন টিকা দেয়া ম্যান্ডেটরি করা হয়েছে বিষয়টি এমন নয়। ১৮ বছরের কম বয়স্কদের ভ্যাকসিন দেয়ার প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন দেয়া হবে এবং ৫০ বছরের বেশি ব্যক্তিদের পরিচর্যা ও নজরদারির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়