নিজস্ব প্রতিবেদক: [২] করোনাকালে মাস্ক পরা সবার জন্যই অপরিহার্য। ঘরের বাইরে যেখানেই যান না কেন, মাস্ক না পরলেই ঘটতে পারে বিপত্তি। তাই মাস্ক নিয়ে টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিমের এমআর-১৫ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য ও মাঠকর্মী সকলকে মাস্ক উপহার দিয়েছে মুশফিকুর রহিমের ফাউন্ডেশন।
[৩] টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গিয়েছে। তারপরও বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটাররা জৈব-সুরক্ষা বলয়ে দ্বিতীয় দফায় অনুশীলনে ফিরেছেন। এদিন আবু জায়েদ রাহি ছাড়া স্কোয়াডের বাকি ২৬ সদস্য উপস্থিত ছিলেন।
[৪] মুশফিকের দেয়া মাস্ক পরে ক্রিকেটাররা ফটোসেশন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন মুশফিকুর রহিম। ছবি আপলোড করে ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এমআর-১৫।’
[৫] মাস্ক উপহার দেয়ার জন্য সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন মুশফিককে। পেসার সৈয়দ খালেদ আহমেদ ফেসবুকে মাস্ক পরা ছবি আপলোড করে লিখেছেন, ‘চমৎকার মাস্ক উপহার দেয়ার জন্য মুশফিক ভাইকে ধন্যবাদ।’