শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার উত্তর বন বিভাগের অভিযানে ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি জব্দ

কক্সবাজার প্রতিনিধি: [২] সরকারি সংরক্ষিত বনের মধ্যদিয়ে প্রবাহিত খাল ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টাকালে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ১শ ফুট পাইপ জব্দ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তারা। তাছাড়া জড়িতদের বিরুদ্ধে পিও আর বন মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরঘোনার বিট কর্মকর্তা জাকের আহামদ।

[৩] শুক্রবার (২ অক্টোবর ) সকাল ৭ টার দিকে কক্সবাজার সদর উপজেলার মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বনবিটের কানছিরাঘোনায় ওই অভিযান চালানো হয়। মামলার আসামী হলেন, রামু উপজেলার রশিদ নগরের ৪ ওয়ার্ডের মৃত ছৈয়দুর রহমানের পুত্র মো. জালাল।

[৪] অভিযানে মেহেরঘোনা,কালিরছড়াসহ সংশ্লিষ্ট বনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারি,ভিলেজারেরা অংশ নেন।

[৫] অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মো.মামুন মিয়া বলেন, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মেশিন বসিয়ে স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে আসছিল। গোপনে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহ্নত সেলো মেশিন,১০০মিটার পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

[৬] বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, অভিযানের সময় ঘটনাস্থল থেকে সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও একজনের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হয়েছে। বন ও পাহাড় রক্ষায় ওই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়