শিরোনাম
◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে টি- টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট ৪ নভেম্বর শুরু

স্পোর্টস ডেস্ক : [২] তৃতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই প্রতিযোগিতা।

[৩] রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলের এই টুর্নামেন্ট হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। চার ম্যাচের সম্ভাব্য ভেন্যু শারজাহ।

[৪] আমিরাতে চলমান আইপিএল ফাইনাল হবে ১০ নভেম্বর। আগের দিন মেয়েদের টুর্নামেন্ট শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আমিরাতে উড়াল দেবেন খেলোয়াড়রা এবং সেখানে ছয়দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন।

[৫] কর্মকর্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মেয়েরা কোনও অনুশীলনের মধ্যে নেই, তাই মাঠে নামার আগে তাদের অনুশীলনের জন্য সময় দরকার। এবার আরও বেশি ভারতীয় ক্রিকেটারকে পাবে দলগুলো। একই সময়ে মেয়েদের বিগ ব্যাশ লিগ হওয়ায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ খেলোয়াড়দের দেখা যাবে না।

]৬] তবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের অংশগ্রহণের প্রত্যাশা করছে বিসিসিআই। শিগগিরই এই টুর্নামেন্টের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বোর্ড।

[৭] ২০১৮ সালে প্রথমবার মেয়েদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। একমাত্র ম্যাচে ট্রেইলব্লেজার্সকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি জেতে সুপারনোভাস। পরের আসরে তিন দলের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় তারা। ফাইনালে ভেলোসিটির বিপক্ষে তারা ৪ উইকেটে জিতেছিল। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়