শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর তানোরে কিশোরী ধর্ষণ মামলায় গির্জার ফাদার গ্রেপ্তার

সালেহ্ বিপ্লব, মঈন উদ্দীন : [২] মুন্ডুমালা সাধু মেরি গীর্জার ইনচার্জ ফাদার প্রদীপ গেগরী বিরুদ্ধে ৭ম শ্রেণির পড়ুয়া আদিবাসি ছাত্রীকে তিন দিন ধরে গীর্জা আটক রেখে ধর্ষণের অভিযোগ। তিনদিন পর মঙ্গলবার সন্ধায় গীর্জা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের মামলা দায়েরের পর পুলিশ ফাদারকে গ্রেপ্তার করে।

[৩]  এ ঘটনায় ফাদার প্রদিপ গে গরীকে মুন্ডুমালা গীর্জা হতে ক্লোজ করা হয়েছে বলে জানান গীর্জার সহকারী ইনচার্জ ফাদার প্যাটিজ গমেজ।

[৪] ধর্ষণের বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে গীর্জা একটি সালিসি বৈঠক বসানো হয়। সালিসি বৈঠক ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে ধর্মের ভয় দেখিয়ে আপস করা হয়। তার লেখাপড়া ও ভরণ পোষণসহ বিয়ের আগ পর্যন্ত সকল খরচ বহন করা হবে বলে গীর্জার পক্ষে থেকে বলা হয়।

[৪] সালিসি বৈঠকে রাজশাহী জেলা ধর্ম প্রদেশের তিনজন প্রতিনিধি ও স্থানীয় দুইজন গ্রাম্য প্রধান এবং আদিবাসি তানোর উপজেলার পারগানা পরিষদের সভাপতি ও মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি উপস্থিত ছিলেন।

[৫] মেয়েটির ভাই বলেন, ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে গিয়ে তার বোন আর বাড়ি ফিরে আসেনি। সারাদিন তাকে খোঁজাখুজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর তানোর থানায় একটি জিডি করা হয়। জিডি করার একদিন পর ২৮ সেপ্টেম্বর গীর্জার ফাদারে ভবনের ছাদে তার বোনকে দেখতে পান স্থানীয়রা।

[৬] পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে গেলে ফাদার বাধা দেন। এমস সময় স্থানীয়রা রাজশাহীর জেলা ধর্ম প্রদেশের ইনচার্জকে বিষয়টি মোবাইলে অবহিত করেন। তার নির্দেশে সোমবারে দুপুরে রাজশাহী ধর্ম প্রদেশের তিনজন প্রতিনিধি ফাদার আসেন।  তারা স্থানীয় গ্রাম্য প্রধান মাইকেল হেমরণ ও মহেষ মুরমু ও আদিবাসি নেতা কামেল মার্ডীকে নিয়ে সালিসি বৈঠক বসান। সালিসি বৈঠকে ফাদারের পক্ষে রায় দেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়