শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর তানোরে কিশোরী ধর্ষণ মামলায় গির্জার ফাদার গ্রেপ্তার

সালেহ্ বিপ্লব, মঈন উদ্দীন : [২] মুন্ডুমালা সাধু মেরি গীর্জার ইনচার্জ ফাদার প্রদীপ গেগরী বিরুদ্ধে ৭ম শ্রেণির পড়ুয়া আদিবাসি ছাত্রীকে তিন দিন ধরে গীর্জা আটক রেখে ধর্ষণের অভিযোগ। তিনদিন পর মঙ্গলবার সন্ধায় গীর্জা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের মামলা দায়েরের পর পুলিশ ফাদারকে গ্রেপ্তার করে।

[৩]  এ ঘটনায় ফাদার প্রদিপ গে গরীকে মুন্ডুমালা গীর্জা হতে ক্লোজ করা হয়েছে বলে জানান গীর্জার সহকারী ইনচার্জ ফাদার প্যাটিজ গমেজ।

[৪] ধর্ষণের বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে গীর্জা একটি সালিসি বৈঠক বসানো হয়। সালিসি বৈঠক ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে ধর্মের ভয় দেখিয়ে আপস করা হয়। তার লেখাপড়া ও ভরণ পোষণসহ বিয়ের আগ পর্যন্ত সকল খরচ বহন করা হবে বলে গীর্জার পক্ষে থেকে বলা হয়।

[৪] সালিসি বৈঠকে রাজশাহী জেলা ধর্ম প্রদেশের তিনজন প্রতিনিধি ও স্থানীয় দুইজন গ্রাম্য প্রধান এবং আদিবাসি তানোর উপজেলার পারগানা পরিষদের সভাপতি ও মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি উপস্থিত ছিলেন।

[৫] মেয়েটির ভাই বলেন, ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে গিয়ে তার বোন আর বাড়ি ফিরে আসেনি। সারাদিন তাকে খোঁজাখুজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর তানোর থানায় একটি জিডি করা হয়। জিডি করার একদিন পর ২৮ সেপ্টেম্বর গীর্জার ফাদারে ভবনের ছাদে তার বোনকে দেখতে পান স্থানীয়রা।

[৬] পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে গেলে ফাদার বাধা দেন। এমস সময় স্থানীয়রা রাজশাহীর জেলা ধর্ম প্রদেশের ইনচার্জকে বিষয়টি মোবাইলে অবহিত করেন। তার নির্দেশে সোমবারে দুপুরে রাজশাহী ধর্ম প্রদেশের তিনজন প্রতিনিধি ফাদার আসেন।  তারা স্থানীয় গ্রাম্য প্রধান মাইকেল হেমরণ ও মহেষ মুরমু ও আদিবাসি নেতা কামেল মার্ডীকে নিয়ে সালিসি বৈঠক বসান। সালিসি বৈঠকে ফাদারের পক্ষে রায় দেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়