শাহানুজ্জামান টিটু: [২] সকাল ১১টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থী। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
[৩] ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ বিকাল ৪টায় যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল মাঠ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুও আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
[৪] নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আনোয়ার হোসেন হেলাল ও বিএনপি দলীয় প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম একইভাবে নিজ নিজ এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী বাইরে ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে কাজী গোলাম কবির জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।
[৫] গত ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি।