আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: [২] টুঙ্গিপাড়া থেকে প্রাকৃতিক পদ্নফুল দেখতে গোপালগঞ্জের বলাকৈইড় পদ্মবিলে গিয়ে অপহরনের শিকার হন রবিউল শেখ (২২) ও মো. নুর ইসলাম শেখ (২৪)। তাদের মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ি থেকে টাকা আনতে বলা হয়। দুই ঘন্টা পর রাত বারোটার দিকে করপাড়া স্কুল হতে তাদের উদ্ধার করেছে পুলিশ ।
[৩] বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এ এইচ এম সালাহউদ্দিন জানান, এ সময় আটক করা হয়েছে করেছে কয়েকজন অপহরণকারীকে। বাকিদের ধরতে কাজ করছে কয়েকটি টিম।
[৪] রাত পৌনে ২টায় তিনি জানান, অভিযান চলছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব