সালেহ্ বিপ্লব: [২] ভারতের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রশ্ন তোলেন, এখনও কেনো জাতিসংঘের নীতি-নির্ধারণী সদস্য করা হচ্ছে না ভারতকে? আর কতোকাল বাইরে রাখবেন,? আমরা এখন আর দুর্বল নই, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করে নিন। এনডিটিভি
[৩] সিদ্ধান্ত নেয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। মোদী বলেন, আমরা যখন দুর্বল ছিলাম, আপনাদের বিরক্ত করিনি। আমরা যখন শক্তিশালী হলাম, তখনও আমরা বিশ্বের জন্য বোঝা হয়ে উঠিনি। কিন্তু আর কতোদিন আমাদের অপেক্ষা করতে হবে? এই সদস্যপদ এখন সময়-বাস্তবতা।
[৪] নরেন্দ্র মোদী বলেন, ভারত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠিয়েছে। ভারতেরই সৈন্য মারা গেছে বেশি।
[৫] জাতিসংঘ আর ভারতের মূলনীতি অভিন্ন, এই মন্তব্য করে মোদী বলেন, আমাদের ‘সারাবিশ্ব এক পরিবার’ আদর্শ বহুবার প্রতিধ্বনিত হয়েছে জাতিসংঘের অধিবেশনে। ভারত সব সময় বিশ্বের কল্যাণের কথা ভাবে।
[৬] তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘে সংস্কার জরুরি। আমরা এই সংস্কার দেখার অপেক্ষায় আছি।