স্পোর্টস ডেস্ক : [২] আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর। কিন্তু দেশটির সরকার প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিধান নির্ধারণ করে দেয়ায় এখনই শুরু হচ্ছে না টুর্নামেন্টটি। সেক্ষেত্রে আগামী বছর শুরু হতে পারে এলপিএলের আসর বলে জানা গেছে একটি সূত্রে।
[৩] একই কারণে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরও হুকির মুখে পড়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধান মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৪] এর আগে এলপিএল শুরুর সম্ভাব্য তারিখ ছিল ২৮ আগস্ট। কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টটি স্থগিত করার ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছিল তারা।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করা সম্ভব হবে না ক্রিকেটারদের জন্য। ফলে তারকা ক্রিকেটারদের অধিকাংশই যোগ দিতে পারবেন না টুর্নামেন্টটিতে।
[৫] একই কারণে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিরও এলপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কারণ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলোর। সেক্ষেত্রে পিএএসএল পর্ব শেষে এলপিএলে যোগ দিতে নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুলতান সুলতান্সের হয়ে প্রতিনিধিত্ব করা আফ্রিদিকে। ফলে এই টুর্নামেন্টে খেলা হবে না তার। - ক্রিকফ্রেঞ্জি