ইসরাত জাহান উর্মি: ‘যতো চিপবেন ততো রস, চামেলী আপার আনারস’Ñএ বছর ফেব্রুয়ারিতে সিটি ইলেকশনের সময় এক নারী প্রার্থীর প্রচারণায় এইটা ছিলো একটা স্লোগান। আইভী নামের একজন প্রার্থীকে নিয়ে যাতা করেছি আমরা। আমাদের বড় বড় ফেসবুকাররা ‘নির্দোষ হাস্যরস’ তথা সেক্সিস্ট জোকস করে গেছেন তাকে নিয়ে। আমরা হা হা রি অ্যাক্ট দিয়েছি। যতোবার আওয়ামী লীগ আর বিএনপির নারী নেত্রীরা আমার প্রোগ্রামে এসেছেন। যাদের আসন হয় সংসদের পেছন দিকে, যাদের খিস্তি করার জন্য রাখা হয় বলে আপাত দৃষ্টিতে মনে হয়। সেই নারী নেত্রীরা যতোটা সম্ভব প্রাণ খুলে কথা বলেছেন।
চির প্রতিদ্বন্দ্বী ২ দলের নারী নেত্রীরা আলোচনার টেবিলে বসে নিজেরাই অবাক হয়ে দেখেছেন, তাদের প্রতি আচরণ দলগুলোর পুরুষ সদস্যদের একই। তারা চোখের জল আটকে টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলেছেন। তবুও তাদের সাথে ঘটা হাজারো যৌন নীপিড়নের ঘটনা অশ্রুত রয়ে গেছে। সে তো গেল বুর্জোয়া দলের অবস্থা। তাই বলে সিপিবিও? জলি তালুকদারের ফাইট, কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করার ফাইট। সলিডারিটি জলি তালুকদার। ফেসবুক থেকে