শিরোনাম
◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী দেবে বিএনপি

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ নেওয়ার সময় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দুই প্রার্থীর সর্মথকদের মধ্যে সংর্ঘষ হয়। এই ঘটনা ভালোভাবে নেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

[৩] শনিবার স্থায়ী কমিটির বৈঠকে তদন্ত রির্পোট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ বিষয়ে একমত হন নেতারা। এছাড়া স্থানীয় সরকারের যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হয়েছে সেগুলোতে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা ইউনিটগুলোর সুপারিশ করা প্রার্থীদের মনোনয়নের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৪] সভায় বিশ^ স্বাস্থ্য সংস্থা কতৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়। পেঁয়াজসহ অন্যান্য খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে পেঁয়াজসহ অন্যান্য খাদ্য পণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতায় আনার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং দেশে পেঁয়াজসহ অন্যান্য খাদ্য পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের প্রয়োজনীয় প্রনোদনা প্রদানের দাবি জানানো হয়।

[৫] বিশ^ স্বাস্থ্য কর্তৃক অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে জনগণকে যথা সময়ে বিনামূল্যে সরবরাহ করার দাবি জানানো হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়