শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী দেবে বিএনপি

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ নেওয়ার সময় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দুই প্রার্থীর সর্মথকদের মধ্যে সংর্ঘষ হয়। এই ঘটনা ভালোভাবে নেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

[৩] শনিবার স্থায়ী কমিটির বৈঠকে তদন্ত রির্পোট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ বিষয়ে একমত হন নেতারা। এছাড়া স্থানীয় সরকারের যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হয়েছে সেগুলোতে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা ইউনিটগুলোর সুপারিশ করা প্রার্থীদের মনোনয়নের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৪] সভায় বিশ^ স্বাস্থ্য সংস্থা কতৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়। পেঁয়াজসহ অন্যান্য খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে পেঁয়াজসহ অন্যান্য খাদ্য পণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতায় আনার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং দেশে পেঁয়াজসহ অন্যান্য খাদ্য পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের প্রয়োজনীয় প্রনোদনা প্রদানের দাবি জানানো হয়।

[৫] বিশ^ স্বাস্থ্য কর্তৃক অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে জনগণকে যথা সময়ে বিনামূল্যে সরবরাহ করার দাবি জানানো হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়