জামিল রহমান শিপার: মিঠা বচন, করোনা থেকে দূরে থাকার উপায়
জামিল রহমান শিপার: কোরোনার ভ্যাক্সিন নিয়ে যখন বিশ্বের গবেষকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সে সময়টায় আমার বাল্যবন্ধু ডাঃ প্রফেসর Md Enamul Hoque Asper বললো ৩টি অত্যন্ত দামী কথাঃ
"ক্লিনিক্যাল ভ্যাক্সিন বাজারে না আসা পর্য্যন্ত-
১) মুখের মাস্ক হচ্ছে - ভ্যাক্সিন
২) ঘরের বাহিরে অন্য মানুষ থেকে ৬ফুট দূরত্ব বজায় রাখা হচ্ছে - ইম্যুনিটি (প্রতিরোধ)
৩) প্রতি দুই ঘন্টা পরপর সাবান দিয়ে ২০ সেকেন্ডের জন্য হাত ধোয়া হচ্ছে - মেডিসিন"
ডাঃ এনামের মতে, এই মহামারীর ভ্যাক্সিন বাজারে আসতে আসতে ২০২১ সনের মধ্যভাগ পেরিয়ে যাবে।
ততদিন, প্রতিরোধের উপায় কিন্তু আপনার কাছেই। ফেসবুক থেকে