শিরোনাম
◈ মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টাওয়ারে আগুন ◈ ভেনেজুয়েলা ঘিরে উত্তেজনা, ট্রাম্প বললেন ‘হামলার কোনো পরিকল্পনা নেই’ ◈ তড়িঘড়ি উদ্বোধনের ফল. বারবার বন্ধ হচ্ছে মেট্রোরেল চলাচল ◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

হারুন-অর-রশীদ : [২] পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের প থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জয়কালী বাজার ও সালথা বাজাওে এ মনিটরিং করা হয়। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টির কারণ দেখিয়ে অধিক মুনাফা করার অভিপ্রায়ে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে বিনা রশিদে পেঁয়াজ ক্রয় করে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে অধিক চড়া মূল্যের কথা বলে ক্রেতা সাধারণকে ঠকিয়ে লাভবান হচ্ছে।

[৪] বাজার পরিদর্শনকালে সালথা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং বিনা রশিদে ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ বিক্রি করায় একজন আড়তদারকে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে "ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯" মতে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সকল আড়তদারকে চালান রশিদের মাধ্যমে কেনাবেঁচা করা এবং দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য সতর্ক করা হয়েছে। পাঁশাপাশি ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

[৫] এ সময় সালথা উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস; ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ; সালথা বাজার বণিক সমিতির সভাপতি ফারুকুজ্জামান ফকির মিয়া ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং সকল হাট-বাজারে অব্যাহত থাকবে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়